Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

মোহালিতে প্রথম টি২০ আন্তর্জাতিকে আফগানিস্তানকে হেলায় হারাল ভারত। ৬ উইকেটে জয় পেল রোহিত শর্মার দল। ব্যাটে-বলে অবদান রেখে ম্যাচের নায়ক শিবম দুবে।

শিবম দুবে এদিন ঝকঝকে অর্ধশতরান হাঁকিয়ে, দলকে জিতিয়ে অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন। ভারতের সামনে জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল আফগানিস্তান।

শুভমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রোহিত শর্মা দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে গিয়েছিলেন প্রথম ওভারের দ্বিতীয় বলেই। ৩.৫ ওভারে ২৮ রানে পড়ে দ্বিতীয় উইকেট। পাঁচটি চারের সাহায্যে ১২ বলে ২৩ রান করে আউট শুভমান। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৩৬।

এরপর তিলক বর্মা ও শিবম দুবে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ২টি চার ও একটি ছয়ের সাহায্যে তিনে নামা তিলক ২২ বলে ২৬ রান করেন। ভারতের তৃতীয় উইকেটটি পড়ে ৮.৪ ওভারে ৭২ রানে। উইকেটকিপার হিসেবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দেন জিতেশ শর্মা। তিনি এদিন পাঁচটি চারের সাহায্যে ২০ বলে ৩১ রান করেন।

জিতেশ আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ১৩.৫ ওভারে ৪ উইকেটে ১১৭। শিবম টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান হাঁকান ৩৮ বলে। ভারত ১৫ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। পাঁচটি চার ও ২টি ছয়ের সৌজন্যে ৪০ বলে ৬০ রানে অপরাজিত থাকেন শিবম। ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। চতুর্থ উইকেট হারানোর পর আর ভারতের কোনও উইকেট তুলতে পারেননি আফগান বোলাররা।

মুজিব উর রহমান ১টি মেডেন-সহ চার ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট দখল করেছেন। আজমাতুল্লাহ ওমরজাই ৪ ওভারে ৩৩ রান দিয়ে পেয়েছেন ১টি উইকেট। ফজলহক ফারুকি ৩ ওভারে ২৬, মহম্মদ নবি ২ ওভারে ২৪, নবীন উল হক ৩.৩ ওভারে ৪৩ ও গুলাবদিন নঈব ১ ওভারে ১২ রান দিয়ে কোনও উইকেট পাননি।

এর আগে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত। আফগানিস্তান তোলে ৫ উইকেটে ১৫৮ রান। ২৭ বলে সর্বাধিক ৪২ রান করেন মহম্মদ নবি। মুকেশ কুমার ও অক্ষর প্যাটেল ২টি করে এবং শিবম দুবে একটি উইকেট দখল করেন। শিবম ২ ওভারে মাত্র ৯ রান খরচ করেছিলেন। দুরন্ত অল-রাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে তিনিই পেলেন ম্যাচের সেরার পুরস্কার। সিরিজের দ্বিতীয় ম্য়াচ ইন্দোরে আগামী রবিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *