Spread the love

বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

সাধারণ প্রবাদ – ‘মাঘের শীত বাঘের গায়ে।’ সত্যিই তা দেখিয়ে ছাড়ছে এ বছর। প্রবল শৈত্য প্রবাহ চলেছে সমস্ত বাংলা জুড়ে। সাম্প্রতিক কালে এমন ঠান্ডা পড়েছে বলে মনে হয় না। ওদিকে এরই মধ্যে হাজির হচ্ছে শীতের দোসর বৃষ্টি। আসন্ন সপ্তাহেই বিরাট বদলে যাবে আবহাওয়া। ঠিক এমনটাই পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আবার বাতাস ভরে উঠছে জলীয় বাষ্পতে।

হাওয়া অফিস জানাচ্ছে আর ৩/৪ দিনের মধ্যে আসতে চলেছে বৃষ্টির। আর তখন শীত আর বৃষ্টির জোড়া কামড়ে বাংলা আবার নাজেহাল হবে। ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গা। সেই সময় কিছুটা বাড়বে তাপমাত্রা। তবে আপাতত শীতের স্পেল চলবেই। শীত এখনই বিদায় নিচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধ বৃহস্পতিবার থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। টানা ২৯ জানুয়ারি পর্যন্ত বৃষ্টি হবেনা দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। সকালে কিছুটা কুয়াশা আর বেলা বাড়লে ঝকঝকে রোদ। সঙ্গে উত্তুরে হওয়ার কামড় চলবে আরো কিছুদিন। আলিপুর হাওয়া অফিসের আজকের ফোরকাস্ট,৩১ জানাুয়ারি, কলকাতা, দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এই সপ্তাহেই দার্জিলিং এ বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর ২৯,৩০, ৩১ জানুয়ারি বৃষ্টি হতে পারে উত্তরের সমতলের জেলা গুলিতে।

উত্তরবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে। মালদা, জলপাইগুড়িতে মাসের শেষ দুদিন বৃষ্টির হতে পারে। দার্জিলিং ও কালিংপংএও বৃষ্টির সম্ভাবনা আছে। সিকিম ও পর্বতের উঁচু অংশে তুষারপাতের সম্ভাবনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *